প্রতিষ্ঠাতা বাণী
দাদপুর জি.আর ডিগ্রি কলেজ সাহেবগঞ্জ, রায়গঞ্জ,সিরাজগঞ্জ।
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে আয়োধন করতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথ উন্মুক্ত করে দেয় এবং আচরণগত পরিবর্তন ঘটাতে সহায়তা করে। শিক্ষা প্রসার ও উন্নয়নে সারা দেশে বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান নিরলস প্রচেষ্টা চালালেও এই অঞ্চলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা রয়ে গেছে। একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন দীর্ঘদিন হতে লালন করে আসছি। এরই ফলশ্রুতিতে দাদপুর মৌজায় গড়ে তোলা হয়েছে উন্নত পরিবেশ ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষায়াতন দাদপুর জি, আর ডিগ্রি কলেজ।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গুণগত মান উন্নয়নে ব্যাপক কর্মসূচী গ্রহণ করায় শিক্ষা খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় দক্ষ মানব সম্পদ এবং আলোকিত মানুষরূপে গড়ে তুলতে শিক্ষাঙ্গনে পড়ালেখার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, বিতর্ক প্রতিযোগিতা, ক্রিড়া ও সাস্কৃতিক চর্চায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে এই ঐতিহ্যবাহী দাদপুর জি. আর ডিগ্রি কলেজ। জ্ঞান ভিত্তিক সমাজ গঠন ও একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার কোন বিকল্প নেই।
আমি আশাকরি সকলের কর্মগুণে এই প্রতিষ্ঠান অত্র এলাকার সচেতন অভিভাবক, মেধাবী শিক্ষার্থী ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে এবং আগামীতেও কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
পরিশেষে 'স্মৃতির দর্পণ' ৩য় সংখ্যা প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকল কলা-কৌশলীদের প্রতি আমার দোয়া ও আশির্বাদ। ভালো থাকো, সুখে থাকো আল্লাহ পাক তোমাদের মঙ্গল করুণ।
Total Visitors:
Current Users: